Bangla Story Collection 1
আমার উপহার ভাগ্য অসাধারণ। একটা নমুনা দেই।
আমি তখন ক্লাস সেভেনে পড়ি। আমার মেজ খালু বিদেশ থেকে এসেছেন। শোনা গেলো, উনি সবার জন্য কিছু না কিছু উপহার এনেছেন। এই খবর শুনে আমি ছুটে গেলাম খালুর বাসায় । গিয়ে দেখলাম ঘটনা সত্য। আমাদের চৌদ্দগুষ্টিতে যত মানুষ জীবিত আছেন, তাদের প্রত্যেকের জন্য উনি কিছু না কিছু এনেছেন। কারো জন্য সেভিং কিটস, কারও জন্য পারফিউম, কারও জন্য ক্যান্ডি।
এমনকি যারা মরে গিয়ে ফৌত হয়ে গেছেন, তাদের জন্যও উপহার আনতে তিনি ভুলে যাননি। বানিয়ে বলছি না। তার আনীত উপহারসমূহের মধ্যে একগুচ্ছ সুবাসিত আগরবাতি ছিলো। ওটা আমার প্রয়াত নানাজানের কবরে জ্বালানোর জন্য তিনি এনেছেন।
শুধু কি তাই? আমার ছোটখালার তখনো বিয়েই হয়নি। বিয়ের কথাবার্তা চলছে। বিয়ের পর উনার প্রথম সন্তান যাতে উপহারবঞ্চিত না হয়, সেজন্য তিনি একটি চমৎকার ঝুনঝুনি নিয়ে এসেছেন।
আমার খালু অত্যন্ত গোছানো মানুষ। প্রত্যেকের উপহারের উপর তাদের নাম লেখা।
আমি এক বুক আশা নিয়ে উনার সামনে দাঁড়ালুম। আমাকে দেখেই খালুজানের মুখ দপ করে অন্ধকার হয়ে গেলো। বুঝলাম, কোনো একটা ঘাপলা হয়েছে। ঘাপলাটা সামান্য। উনি আমার জন্য কিছু আনতে ভুলে গেছেন।
আমি ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়ার চেষ্টা করলাম। হাসতে গিয়ে আমি কেঁদে ফেললাম। মানুষ দাঁত বের করে হাসে। আমি হাসির অভিনয় করতে গিয়ে দাঁত মেলে কাঁদতে লাগলাম। আমার চোখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে অশ্রু ঝরতে লাগলো।
খালু খুবই মন খারাপ করলেন। তিনি তার লাগেজে পুনরায় সার্চ দিলেন। প্রত্যেকটা জিনিসে কারও না কারও নাম লেখা। অনেক খুঁজে নামহীন একটি প্যাকেট পাওয়া গেলো। সেটা তিনি আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এই নে এটা তোর। অনেক দামি জিনিস।
আমি মহা আনন্দে সেই প্যাকেট নিয়ে বাড়ি ফিরলাম।
তখন ছোট ছিলাম তো । খুবই খুশি হয়েছিলাম।
আজ যখন ভাবি, আমার কেবলই কান্না পায়।
হায় উপহার, হায় উপহার।
প্যাকেটটার গায়ে লেখা ছিল, হেয়ার রিমুভার। পাশে খুবই সুন্দর মায়াবতী এক নারীর হাস্যমুখী ছবি।
life is a box of ... ... ...
source; facebook user