বড় ভাই....!! লেখক Imam_Hossain
বড় ভাই....!!
লেখক Imam_Hossain
করিম সবার মুখের দিকে তাকিয়ে নিরবে কাঁন্না করছে! আজ তার পিতা মারা গিয়েছে। তার ছোট তিন ভাই ও দুই বোন এবং তার মায়ের কাঁন্না সারা বাড়িতে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়েছে!!
কিন্তু তার পিতার মৃত্যুতে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে! কারণ তার বাবা ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। আজ থেকে তার পড়াশুনো বন্ধ। অনেক স্বপ্ন ছিল, একদিন সে ডাক্তার হবে! কিন্তু তার সব স্বপ্ন এক নিমিষে ধুলায় মিশে গেলো!!
লেখাপড়া করিয়া কী হইবে যদি ছোট ছোট ভাই বোন আর মা অন্ন
কষ্টে ভুগিয়া মারা যায়।।
আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে করিম সংসারে বোঝা নিজের কাঁধে নিয়েছিল। সে মা বোন ভাইদের দিকে তাকিয়ে শহরে চাকরির জন্য পাড়ি দিয়েছিল। সে খুব ভালো একটা চাকুরী পায়!!
তার সব ভাই বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে!!
এখন তার সব ভাই বোন চাকরি করে, আজ সেই খুব আনন্দিত। তার কাঁধের বোঝা অনেক হাল্কা হবে! এতদিন কাজ করতে করতে খুব ক্লান্ত।।
কিন্তু দেখা গেলো, সবাই তাকে ভুলে যাচ্ছে, সবার কাছে তার কোন মূল্য নেই!!
আজ করিম ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা করার মত তেমন টাকা নেই, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না।।
বড় ভাই পিতা সমতূল্য। কিন্তু আমরা অনেক খুব স্বার্থপর। নিজের সুখের জন্য বড় ভাইকে দূরে ঠেলে দিতে দ্বিধাবোধ করি না!!
কিন্তু এই বড় ভাই পিতার অনুপস্থিতে আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে!
মনে রাখবেন নিজের সুখের জন্য কোনদিন পরিবারের কাউকে ধোঁকা দিবেনা!!
লেখক Imam_Hossain
করিম সবার মুখের দিকে তাকিয়ে নিরবে কাঁন্না করছে! আজ তার পিতা মারা গিয়েছে। তার ছোট তিন ভাই ও দুই বোন এবং তার মায়ের কাঁন্না সারা বাড়িতে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়েছে!!
কিন্তু তার পিতার মৃত্যুতে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে! কারণ তার বাবা ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। আজ থেকে তার পড়াশুনো বন্ধ। অনেক স্বপ্ন ছিল, একদিন সে ডাক্তার হবে! কিন্তু তার সব স্বপ্ন এক নিমিষে ধুলায় মিশে গেলো!!
লেখাপড়া করিয়া কী হইবে যদি ছোট ছোট ভাই বোন আর মা অন্ন
কষ্টে ভুগিয়া মারা যায়।।
আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে করিম সংসারে বোঝা নিজের কাঁধে নিয়েছিল। সে মা বোন ভাইদের দিকে তাকিয়ে শহরে চাকরির জন্য পাড়ি দিয়েছিল। সে খুব ভালো একটা চাকুরী পায়!!
তার সব ভাই বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে!!
এখন তার সব ভাই বোন চাকরি করে, আজ সেই খুব আনন্দিত। তার কাঁধের বোঝা অনেক হাল্কা হবে! এতদিন কাজ করতে করতে খুব ক্লান্ত।।
কিন্তু দেখা গেলো, সবাই তাকে ভুলে যাচ্ছে, সবার কাছে তার কোন মূল্য নেই!!
আজ করিম ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা করার মত তেমন টাকা নেই, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না।।
বড় ভাই পিতা সমতূল্য। কিন্তু আমরা অনেক খুব স্বার্থপর। নিজের সুখের জন্য বড় ভাইকে দূরে ঠেলে দিতে দ্বিধাবোধ করি না!!
কিন্তু এই বড় ভাই পিতার অনুপস্থিতে আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে!
মনে রাখবেন নিজের সুখের জন্য কোনদিন পরিবারের কাউকে ধোঁকা দিবেনা!!
source:radiomunnadotcom