কিভাবে বুজবেন কোন সাইট টাকা পে করে আর কোনটা করে না

কোন সাইট এ কাজ করার আগে অবশ্যই জানতে হবে যে, সাইটি আসলেই টাকা পে করে কিনা !  বেশীর ভাগ মানুষেই অনলাইনে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে কিছু ফেইক সাইটে কাজ করে, পরে টাকা না পেয়ে । আপনি যদি ফেইক সাইটে কাজ করেন, তবে আপনি টাকা পাওয়ার আশা করাটা বোকামি , তাই কোন সাইট গুলো টাকা পে করে আর কোনগুলো পে করে না, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে । এটা তেমন কঠিন কাজ নয়, সুধু একটু চেক করতে হবে । আর তা হলো সাইটের রেংকিং , Alexa.com এ গিয়ে সাইতের রেংকিং চেক করতে হবে,
Trusted sites cheaker
যদি কোন সাইতের রেংকিং অনেক বেশি হয় (সংখ্যায়), তাহলে সেই সাইট টাকা পে করবে না, যেমন ধরেন, আপনি দুইটি সাইটে কাজ করেন, এখন কোন সাইট পে করে সেটা আপনি যানেন না, ধরা যাক সাইট দুইটি হলঃ
১। neobux.com
২। paypermails.com

১ নং সাইট টি প্রতি ক্লিক এ 0.001$ করে পে করে, আর এটার alexa ranking হল 486, 
এর মানে হল, এই সাইটে প্রচুর গ্রাহক আছে, আর টাকা না পে করলে এতো গ্রাহক পাওয়া সম্ভব নয়, তাই বুজা গেলো এই সাইট কম হলেও টাকা পে করে এটা সত্য ।

আর ২ নং সাইটে প্রতি ক্লিক এ ৫০ ডলার করে দেয়, আর এর alexa ranking হল 39,923, তার মানে হল, এই সাইটে তেমন গ্রাহক নেই, যদিও তারা বেশি টাকা পে করার কথা বলে, সত্যিকারে তারা টাকা পে করলে তাদের alexa ranking আরো কম হত, কারন তাদের গ্রাহক বেশি থাকতো ।
আর যারা এই ধরনের অপার দেয় যে, প্রতি ক্লিক এ ৫০ ডলার বা ১০০ ডলার দিবে, তারা কখনই টাকা পে করবে না, শুধু আপনার মুল্যবান সময় নস্ট করবে, মনে রাখবেন অনলাইনে টাকা বানানোর কোন মেশিন নেই, শুধু মাত্র অরিজিনাল টাকা কেই অনলাইনে ই-কারেনচি হিসেবে ব্যাবহার করা হয় ।
Next Post Previous Post