পি,টি,সি সাইট থেকে টাকা আয় করার পদ্ধতি
পি,টি,সি সাইট থেকে টাকা আয় করার পদ্ধতিঃ
পি,টি,সি মানে হল- পেইড টু ক্লিক (paid to click), এর মানে হল ক্লিক করে আয় করা, কিছু Trusted PTC সাইট হলো- Neobux, Clixsense, buxp. PTC সাইটে একাউন্ট খোলার পর, তারা কিছু এড এ ক্লিক করার জন্য অপশন দেয়, যে এড গুলোতে ক্লিক করলেই খুব সামান্য পরিমান টাকা একাউন্টে জমা হয়, প্রতি এড ক্লিক এর জন্য .০০১-.০৪$ জমা হবে, এড এ ক্লিক করে ৩-১০ সেকেন্ড ওয়েট করতে হয় । এই সকল সাইটে আয় করা সহজ, কিন্তু খুব কম আয় করা যায়, যা একজন মানুষের জন্য খুবই নগন্য, কিন্তু রেফারেল এর মাধ্যমে অনেক টাকা আয় করা যাবে । যেমন যদি আপনি সুধু নিজেই এড ক্লিক করতে থাকেন, তাহলে আপনি দিনে ১০-৫০ সেন্ট এর বেশী আয় করতে পারবেন না । কিন্তু আপনার রেফারেল এর মাধ্যমে দিনে ১০-১০০ ডলার ও আয় করা সম্ভব, তবে এর জন্য আপনাকে অনেক সময় ধর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে, এতে অনেক সময় লাগবে । রেফারেল হল, যারা আপনার মাধ্যমে কোন সাইটে জয়েন করে তারা, যেমন ধরেন আপনি যে কোন একটা পিটিসি সাইটে জয়েন করলেন, তখন আপনার একাউন্ট এ লগিন করলে সেখানে আপনি একটা রেফারেল লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক এর মাধ্যমে যখন কেউ ওই সাইটে জয়েন করবে, তখন সে হবে আপনার রেফারেল । এই রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি যে কোন যায়গা থেকে যে কোন কাউকে জয়েন করাতে পারেন । যে যত বেশি রেফারেল বানাতে পারবে, সে তত বেশি আর্ন করতে পারবে । তবে মনে রাখবেন কিছু কিছু সাইট ছাড়া বাকি সন পিটিসি সাইট এর রেফারেল লিমিট আছে, যেমন ১০০ তার বেশি রেফারেল বানানো যাবে না, কিন্তু কিছু সাইট আছে, যেগুলোতে আনলিমিটেড রেফারেল বানাতে পারবেন, যেমন Clixsense.com .