অনলাইন থেকে আয় করা টাকা উঠানোর উপায়

অনলাইন থেকে আয় করা টাকা উঠানোর উপায়ঃ

অনলাইন থেকে আয় করা টাকা হাতে আনতে কিছু পদ্ধতি আছে, যাকে অনলাইন পেমেন্ট প্রসেসর বলে । এদের মধ্যে যেগুলো বেশি চলে, তারা হলো, PaypalPayzaSkrill, এই তিন টা । এছাড়াও কিছু কিছু কোম্পানি সরাসরি লোকাল ব্যাংক পেমেন্ট দিয়ে থাকে । পেপাল বাংলাদেশ সাপোর্ট করে না, কিন্তু পেজা ও স্ক্রিল বাংলাদেশ সাপর্ট করে, তাই অনলাইন এ আয় করা টাকা প্রথমে পেজা বা স্ক্রিল এ পাঠাতে হবে ,তারপর সেখান থেকে ব্যাংক এ ট্রান্সপার করে, টাকা কেশ করা যাবে । এছাড়া যারা প্রিলান্সিং কাজ করে তাদের জন্য আরেকটি সহজ মাধ্যম হল, পেওনিয়ার । এটার মাধ্যমে মাত্র ২ ঘন্টায় টাকা আপনার হাতে নিয়ে আসতে পারবেন ।তবে এটাতে ফি একটু বেশী কাটে ।
Next Post Previous Post