ফিটনেসহীন গাড়ির সংখ্যা প্রায় তিন লাখ
ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযান দ্রুত বন্ধ করতে ফিট গাড়িও রাস্তায় নামাচ্ছেন না পরিবহন মালিকেরা। সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলে সরকারকে চাপে রেখে কৌশলে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ করতেই এমনটা করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে দেখা যায়, কোনো বাস মালিকের বাস রয়েছে ৩৫টি। এর মধ্যে ৫ থেকে ১০টি গাড়ির ফিটনেস সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়েই গাড়িগুলো যাত্রী পরিবহন করতো। তবে তিনদিন ধরে রাজধানীসহ সারাদেশে অভিযান শুরু হওয়ায়, ওই ১০টি গাড়ি বন্ধ রাখার পাশাপাশি ফিটনেস ঠিক থাকা অনেক গাড়িও বন্ধ রেখেছেন তারা। সম্প্রতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিএরটিএ) হিসেব অনুযায়ী, বর্তমানে ফিটনেসহীন গাড়ির সংখ্যা প্রায় তিন লাখ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জনগণকে দুর্ভোগে ফেলতেই ফিট গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন তারা। এক্ষেত্রে এক পরিবহনের মালিক অন্য মালিকের সঙ্গে যোগাযোগ করে ফিটনেস ঠিক রয়েছে এমন গাড়িও বন্ধ করে রেখেছেন। রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী গাড়ি জাবালে নূরের তালতলা কাউন্টার মাস্টার রাহাত হোসেন বাংলানিউজকে বলেন, আগারগাঁও–গাজীপুর রুটে মালিকের মোট ৩৫টি গাড়ি চলাচল করে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি গাড়ি চালু থাকে।