Bangla Hadith Collection 1

ইসলামের আসল সৌন্দর্য্য হচ্ছে অহেতুক ও বাজে কাজ পরিহার করা ।
---- আল-হাদিস

হযরত আবু হুরাইরা (রাঃ) এর বর্ননা মতে, রাসুলে আকরাম (সাঃ) বলেন- আমি যদি কোনো ব্যক্তিকে অপর কোন ব্যক্তির সামনে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার সামীকে সিজদা করার জন্যে ।
----- তিরমিযী শরিফ

হযরত আনাস (রাঃ) বর্ননা করেন, রাসুলে আকরাম (সাঃ) বলেছেন- যদি কোন তরুন কোনো বয়স্ক লোককে তার বার্ধক্যের দরুন সম্মান প্রদর্শন করে, তবে আল্লাহও তার বৃদ্ধ বয়সে এমন লোক নিদিষ্ট করে দেবেন, যে তাকে সম্মান করবে ।
----- তিরমিযী শরিফ

হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ননা করেন,
রাসুলে আকারাম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি আল্লাহর সন্তুস্টি লাভের জন্যে রুগ্ন ব্যক্তিকে দেখতে যায় কিংবা নিজের ভাইয়ের সাথে সাক্ষাত করতে যায়, একজন ঘোষক তাকে ডেকে বলেঃ তুমি আনন্দিত হও, তোমার পথ-চলা কল্যানময় হোক এবং জান্নাতে তোমার মর্যাদে উন্নত হোক ।
------ তিরমিযী শরিফ

প্রকৃত মুসলমান সে, যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদে থাকে ।
---- আল-হাদিস 
Next Post Previous Post