জন্মদিনের শুভেচ্ছা

 জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আমাদের আজকের লিখা । আশাকরি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে । কারন আমরা এখানে সব বাছাই করা এসএমএস দিয়েছি । এই জন্মদিনের শুভেচ্ছা এসএমএস গুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবীর জন্মদিনে পাঠাতে পারেন । যে কেউ নিজের জন্মদিনে শুভেচ্ছা পেতে ভালোবাসে ।


জন্মদিনের শুভেচ্ছা


অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও.

মন দাও বর্তমানের দিকে.

অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে.

শুভ জন্মদিন.


আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,

পাখিরা সারি সারি গাইছে গান,

প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,

ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমর প্রিয়ার জন্মদিন.

শুভ জন্মদিন


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,

পুরন হোক প্রতিটি স্বপ্ন,

প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর।

** শুভ জন্মদিন **


আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত,

আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,

আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়.

জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..

শুভ জন্মদিন!


আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি…

কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে

…… শুভ জন্মদিন……


দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,

কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।

** জন্মদিনের শুভেচ্ছা **


ঈশ্বর আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..

আমাদের জীবন!

এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে

যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা…

শুভ জন্মদিন…


আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,

পাখিরা সারি সারি গাইছে গান,

প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,

ফুলেরা সব ফুটেছে বাগানে,

আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.

শুভ জন্মদিন


আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা,

পাখিরা সারি সারি গাইছে গান ।

প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন ।

ফুলেরা সব ফুটেছে বাগানে ।

আজ আমার প্রিয়ার জন্মদিন ।

শুভ জন্মদিন ।


আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে,

তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।

আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..

জন্মদিনের শুভেচ্ছা নিও ..

MT Habibur Rahman

G‑d directions us (Deut. 6:5), "And you will adore the L‑rd your G‑d." This statute leads us to voice the well established inquiry, "How might we be instructed to feel an inclination?" Either you feel it or you don't, correct?

Previous Post Next Post