A nice thinking dialog

একটা মেয়েকে মোটামুটি রকমের জানা আছে এবং তার ফোন নাম্বারো আছে কিন্তু কখনো কথা বলা হয়নি; এখন তার সাথে কথা বলা কিংবা সম্পর্কের সূচনার প্রয়োজন (খাটি বাংলায় যেটিকে "পটানো" বলা হয়ে থাকে)। কিভাবে একজন অপরিচিত মেয়ের সাথে শুরু করতে হয় যদি সেই মেয়ের নাম্বারটি জানা থাকে ?
এক-
-হ্যালো, কান্তা বলছেন? (ওপাশ থেকে যে কোন উত্তর আসতে পারে)
-আপু আমি আপনার নাম্বার টা এখানেই ডট কম (অথবা ওএলএক্স অথবা সেল বাজার) এর একটা বিজ্ঞাপন থেকে পেয়েছি যেখানে দেয়া আছে আপনি একটি ল্যাপটপ বিক্রি করবেন ১০ হাজার টাকা দিয়ে, আমি সেটি কিনতে চাই। (ওপাশ থেকে যে কোন ধরনের রিপ্লাই আসতে পারে)
-ও আচ্ছা তাহলে সম্ভবত কেউ ফাজলামি করে আপনার নাম্বার দিয়েছে আপনাকে বিরক্ত করার জন্য, আচ্ছা আমি এটা ফেইক নিউজ হিসেবে রিপোর্ট করছি আপনার নাম্বারটা সেখান থেকে মুছে দিবে। (জি জি ভাইয়া আপনি আমার এই উপকারটা করেন, আসলে অনেক আলতু ফালতু ছেলের জ্বালায় বাঁচিনা সারাক্ষনই রং নাম্বার থেকে ফোন আসে ইত্যাদি ইত্যাদি) তো আপু আপনি থাকেন কোথায়? <শুরু হল কনভার্সেশন> এটা আর থামাথামি নাই.........মেয়েটা কথা বলবে এই সরল মনে যে, বিক্রয় ডট কমের মত একটা পাবলিক প্ল্যাস থেকে ছেলেটা তার নাম্বার মুছে দিতে সাহায্য করবে...
দুই-
-এই যে নিজেকে কি ভাবেন কি আপনারা, যখন যা ইচ্ছা তাই করবেন? আপনারা নিজেরাই নিজেদের এত খারাপ ভাবে উপস্থাপন করেন আবার বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের খারাপ বলেন; এসব করে কি লাভ হয় আপনাদের? কত টাকাইবা পানা? কিন্তু যেই সন্মান হারাচ্ছেন তা কি আর কখনো ফেরত পাবেন? ছিঃ ছিঃ আমার ভাবতে অবাক লাগছে আমি এই ধরনের একটা নাম্বারে ফোন দিলাম। শুনেন আপনি এখনি ফেবুতে লগিন করে সেই কমেন্টটা ডিলিট করবেন, এ ছাড়া আর কিছু বলার নেই আমার...(ওপাশ থেকে কোন কথা শোনার আগেই এক নিঃশ্বাসে সব বলে নিতে হয়) তারপর ওপাশ থেকে যে কোন উত্তর আসতে পারে...
-আপনি সুমি আক্তার না? (ওপাশ থেকে যে কোন উত্তর আসতে পারে)
-আসলে আমি কিছুক্ষন আগে ফেসবুকে সুমি আক্তার নামক একটা আইডি থেকে খুব বাজে ভাবে লিখা একটা কমেন্ট পেয়েছি তাই ফোন দিলাম। সরি কেউ হয়তো আপনাকে বিরক্ত করার জন্যই.........এক্ষেত্রে আবার প্রথম ধাপের পুনরাবৃত্তি ঘটবে মেয়েটার যতটা কাছে যাওয়া যায় বিশ্বাস অর্জন করে.........
তিন-
কোন রকম চিন্তাভাবনা করা ছাড়াই ৫০/১০০ টাকা পাঠিয়ে দেয়া হয় সেই সুমিষ্ট আপুর নাম্বারে.........
-হ্যালো, আসলে আপু আপনার নাম্বারে ভূলে ১০০ টাকা চলে গেছে, যদি কিছু মনে না করেন তবে যদি কাইন্ডলি টাকাটা আমার এই নাম্বারে ব্যাক করে দিতেন......(__অপর পাশ থেকে তিন ধরনের রিপ্লাই আসতে পারে......ক) কিছু না বলেই লাইন কেটে দেয়া খ) আচ্ছা ঠিক আছে আমি ব্যাক দিচ্ছি গ) আমি বলিনি আপনাকে টাকা দিতে, দিয়েছেন পেয়েছি ধন্যবাদ, আর ফেরত পাওয়ার আশা করবেন না।__) অপর পাশের রিপ্লাই যাই হউকনা কেন পরবর্তি বার কল দেয়ার জন্য একটা পথ তৈরী হয়ে গেল...মেয়ে টাঙ্কিবাজ হলে বিষয়টা সহজ হবে, টাঙ্কিবাজ না হলে কিছুটা কষ্ট হবে......
চার-
-শুভ সকাল (বিকাল, সন্ধ্যা) ম্যাডাম, আসসালামুআলাইকুম অমুক কাস্টমার কেয়ার থেকে তমুক বলছি, আমি কি কিছুক্ষন সময় পেতে পারি আপনার সাথে কথা বলার জন্য? (ওপাশ থেকে সাধারনত পজিটিভ রিপ্লাই আসবে)
-ম্যাডাম আপনার নাম্বার এর একটা কমপ্লেইন পেয়েছিলাম গত তিন দিন আগে, সেখানে আপনি বলেছিলেন আপনার নাম্বার থেকে অতিরিক্ত চার্জ করা হয় কোন নাম্বারে কথা বলা হলে, সমস্যাটি কি এখনো রয়েছে? (ওপাশ থেকে আকাশ ভেঙ্গে মাথায় পরার দশা, অথবা সত্যিইতো বলে লাফিয়ে উঠার কথা; হ্যা সবসময় বেশি টাকা কাটে ইত্যাদি টাইপের আলাপচারিতা এবং কনভার্সেশনের সূচনা) এর মাধ্যমে কিছুক্ষন কথা বলে মেয়েটার মধ্যে ছেলেরটার বিষয়ে একটা পজিটিভ ধারনা এবং বিশ্বাস ঢুকিয়ে দেয়ার উপক্রম............মেয়ে আবুল হলে ঘটনা ফাইনাল, কিছুটা চালাক হলে আপাতত সেমি ফাইনাল......
পাঁচ-
-ঐ ফাজিল, বান্দরনি, বদমাইশ, গাধি (ইত্যাদি আদুরে কিছু গালি) গত কাল আসবি বলে আসলিনা কেন? আমরা কতজন তোর জন্য সেই চিকেন কসমস এ অপেক্ষা করছি সেই সন্ধ্যা পর্যন্ত। জানিস আমাদের কত লস হয়েছে শুধু তোর জন্য? সব লস তোকেই বহন করতে হবে, আমার অথবা সিয়ামের নাম্বারে পাঁচশত টাকা পাঠাই দে তারাতারি, নাইলে তোর খবর আছে (টাকার কথা বলে বিশ্বাস আনার চেষ্টা, পুরু কথাটাই বলে নিতে হয় ওপাশ থেকে কোন রিপ্লাই পাওয়ার আগে; কেননা রিপ্লায় পেয়ে গেলে থেমে যেতে হবে। অতঃপর ওপাশ থেকে যে কোন রিপ্লায় আসতে পারে)
-আসলে আমি আমার বান্ধবি অপর্নাকে কল দিয়েছিলাম, এটা অপর্নার নাম্বার না, আপনি কে, আপনি অপর্নার নাম্বার রিসিভ করলেন কেন (ইত্যাদি টাইপ আরো কিছু ঝারি) ? ওপাশ থেকে যে কোন রিপ্লায় আসতে পারে......
-ও সরি সরি, এক ডিজিট ভূল হয়ে গেছে, আপনার নাম্বার শেষে ৪ আর অপর্নার নাম্বার শেষে ৬ সরি সরি (কেউ কখনো ক্লোজ বন্ধু বান্ধবির নাম্বার টিপে টিপে কল দেয়না, ক্লোজ কারো নাম্বার সাধারনত সেইভ করা থাকে যাতে ভূল হওয়ার চান্স ০০%; এক্ষেত্রে মেয়েরা বুঝে নিতে পারে ছেলে বাটপারি করার চেষ্টা করছে)
-ও, আপু আপনি থাকেন কোথায়? আপনার নাম কি? উফফফ আপনার ভয়েসটানা অনেক সুইট ইত্যাদি কিছু ইম্প্রেসিভ সেন্টেন্স যা সেই মেয়েকে ফুলাতে সাহায্য করবে.....এবং ধিরে ধিরে আগানো...এক্ষেত্রে মেয়ের ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে বিষয়টা কত তারাতারি সফলতা(!) নিয়ে আসবে...
ছয়-
এটা বিবাহিত মহিলার জন্য প্রযোজ্য যাদের ছোট বাচ্চা আছে। যে কোন সময় ফোন দিয়ে বলা
-কে আপনি? (উত্তর যে কোন কিছু হতে পারে পাশাপাশি প্রশ্ন যে, কেন ফোন করেছেন বা আপনি কে?)
-কি ব্যাপার কিছুক্ষন আগে/অমুক সময় আমার নাম্বারে মিস কল আসল তাই ফোন ব্যাক করলাম......(ভদ্র(!) মহিলা তার ছোট বাচ্চার ভূল ভেবে মাফ চেয়ে নিবেন স্বাভাবিক ভাবেই)
-ও আচ্ছা, আপনার বাচ্চা কয়জন? থাকেন কোথায়? ইত্যাদি দিয়ে রশের আলাপ শুরু......এক্ষেত্রে মহিলার সঙ্গি প্রয়োজন হলে (অর্থাৎ জামাই বিদেশ টাইপ) ঘটনা ফাইনাল আর ভদ্র হলে কলার আপাতত ওয়েটিং এ......
উপরের উপায়গুলি ছাড়াও হাজারো উপায় রয়েছে মেয়েদের ফাঁদে ফেলার...একজন ছেলে আর একজন মেয়ের মাঝে সম্পর্ক ভালো জিনিস আর তা অবশ্যই বিবাহের পরবর্তি সম্পর্ক। বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্ক ভালোভাবে ব্যবহৃত হয়না। বর্তমান সম্পর্ককে খিদা মেটানোর উপকরন হিসেবে ব্যবহার করা হয়; পেটের খিদা না, যৌবনের খিদা ! খিদা মিটে গেলেই ছুড়ে ফেলা দেয়াটাই এখন একটা ফ্যাশন...
একটা ডিজুস টাইপ মেয়েকে খারাপ ছেলেদের টার্গেট করতে হয়না, সেই মেয়েটিই খারাপ ছেলের কোলে বসে যায়......আর খারাপ ছেলেদের টার্গেট থাকে সবসময় সাধারন মেয়ে, সরল মনের মেয়ে, কিছুটা বোকা টাইপ মেয়ে; যাকে সে মনের মত ব্যবহার করতে পারে বা করার চেষ্টা করে...অতঃপর ছুড়ে ফেলে দেয়...
সব ছেলেরা খারাপ না, তবে কিছু কিছু ছেলে খারাপের চাইতেও ভয়ঙ্কর; আবার সব মেয়ে বাজে হয়না তবে কিছু কিছু মেয়ে বাজের চাইতেও নিকৃষ্ট !!
আমার স্ট্যাটাস এর উদ্দেশ্য অপরিচিত মেয়ের সাথে কথা বলার টিপস দেয়া না, আমার স্ট্যাটাস এর উদ্দেশ্য মেয়েদের সতর্ক করা। সতর্ক করা নারীকে। এসব ফাঁদ সম্পর্কে মেয়েদের কিছুটা অন্তত ধারনা দেয়া যাতে করে ফাঁদে পা দেয়ার আগে অন্তত এই স্ট্যাটাসটি মনে পরে......
[বিঃদ্রঃ "আপনি এসব জানেন অর্থাৎ আপনি অপরিচিত নাম্বারে কল দিয়ে এসব করেন" এই টাইপ তেনা না প্যাচাইলে খুশি হব। "ঘরের মূল দরজা বন্ধ করে ঘুমান অন্যথায় চোর আসতে পারে" এই নিতি বাক্য বলা আর নিজে চুরি করা এক বিষয় না !! সম্পুর্ন স্ট্যাটাসটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ]
Next Post Previous Post