Self Story Part 1



আমার চেহারায় একটা ‌‌‌‌''গরীব দুখী'' ভাব আছে যেজন্য আত্নীয়স্বজনদের কাছ থেকে আমি মাঝে মাঝে মানবিক সাহায্য সহায়তা পাই একবার ঘোর শীতকাল চলছে আমার এক আত্নীয় সেই মাঘের শীতে আমাকে একটা রেইনকোট উপহার দিলো মালটা সাইজে একটু ছোট হলো তবু রেইনকোটটা দেখতে খুবই জাঁকালো হলুদ রং, সাদা রংয়ের বোতাম, লাল রংয়ের জিপার, মাথার ঢাকনা আবার সবুজ রংয়ের আমি সেই রেইনকোটখানা পেয়ে একেবারে আহলাদে আটখানা হয়ে গেলাম
প্রতিদিন ক্যালেন্ডার দেখি, কবে শীতকাল শেষ হবে। কবে বর্ষা আসবে। লেপের নিচে শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, ঝুম বৃষ্টি হচ্ছে। আমি রেইনকোট গায়ে চাপিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। খোলা চায়ের দোকানে খা খাচ্ছি। চায়ের কাপে মিশে যাচ্ছে বৃষ্টির ফোটা
একদিন শীতকাল শেষ হলো। ক্যালেন্ডারের পাতায় বর্ষা এলো। কিন্তু আকাশ ভীষণ উজ্জল। সেখানে নীল মেঘের ছড়াছড়ি। বৃষ্টির কোনো নাম গন্ধ নেই
আমি প্রতিদিন ব্যাগে করে রেইনকোট নিয়ে বের হই। সারাটা দিন বাইরে বাইরে ঘুরি। আর বার বার আকাশের দিকে তাকাই। বৃষ্টি আর আসে না
সকালে উঠে আমি পত্রিকার পাতায় খুঁটিয়ে খুঁটিয়ে আবহাওয়ার সংবাদ খুঁজি। সেখানে লেখা, আজ বর্জ্রসহ বৃষ্টির সমূহ সম্ভাবনা। আবহাওয়ার সংবাদে যা লেখা হয়, বাস্তবে তার উল্টো ঘটনা ঘটে। প্রতিদিন একই আবহাওয়া সংবাদ দেখে দেখে আমার চোখ পঁচে যায়।
এরই মধ্যে একদিন গেছি পাসপোর্ট করাতে। পাসপোর্ট অফিসের সামনে লাইনে দাঁড়িয়েছি। যেমন লম্বা লাইন, তেমনি খটখটে রোদ। সেই লাইনে দাঁড়িয়ে ঘামে ভিজে একাকার হচ্ছি। এমন সময়, আমাকে অবাক করে দিয়ে ঝম ঝম করে বৃষ্টি শুরু হলো। আশপাশের মানুষ দারুন বিরক্ত হলো। কেউ কেউ দৌড়ে পালালো। কেউবা লাইনের মায়া ত্যাগ করতে না পেরে লাইনে সেঁটে রাইলো। আমার প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ অন্যরকমের। আনন্দের চোটে আমার চোখে পানি চলে এলো। বৃষ্টির কারণে সেই পানি কেউ দেখতে পেলো না। আমি ধীরে সুস্থে ব্যাগ খুলে রেইন কোট বের করলাম। ভাজ খুললাম। বোতাম খুলে রেইনকোট পড়লাম। বোতাম আর জিপার আটকালাম। সবশেষে মাথায় ঢাকনা পড়লাম। ফিতে দিয়ে শক্ত করে বাঁধলাম। পুরো ঘটনা শেষ হওয়ার পর বৃষ্টি থেমে গেলো। আবার সেই খটখটে রোদ।
কিছুক্ষণ অপেক্ষা করে বাধ্য হয়ে রেইনকোট খুললাম। বোতাম খোলা, জিপার খোলা, ঘোমটা খোলা শেষ করে সুন্দর করে রেইনকোট ভাঁজ করলাম। ব্যাগে ঢুকালাম। এরপর আকাশ ফাটিয়ে বর্জ্রপাত এবং ধুম বৃষ্টি।
তড়িঘড়ি করে আবার ব্যাগ থেকে রেইনকোট বের করলাম। পুরো দুই মিনিটি লাগিয়ে রেইনকোট গায়ে চাপালাম। এরপর বৃষ্টিও থেমে গেলো।
আবার রেইনকোট খুলে গুছিয়ে ব্যাগে রাখা মাত্র ঝম ঝম করে বৃষ্টি নামলো। বাধ্য হয়ে ব্যাগ থেকে রেইনকোট বের করলাম। গায়ে চাপালাম এবং যথানিয়মে বৃষ্টি বন্ধ হয়ে গেলো
লাইনে দাঁড়িয়ে থাকা একজন খুব করুণ গলায় বললো, ভাই, কিছু মনে নিয়েন না। আপনি এই মালটা গা থিকা খুইলেন না। এইটা খুললে বৃষ্টি আহে। আমাগো সাথে ছাতা নাই, আপনি একটু কষ্ট কইরা এইটা পইড়া থাকেন
আমি খটখটে রোদের মধ্যে রেইনকোট গায়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম
মানুষের জীবন বড়ই রহস্যময়। যখন তার রেইনকোট থাকে, তখন বৃষ্টি থাকে না। যখন বৃষ্টি নামে, তখন রেইনকোট থাকে না
Writer: Asif Emteaz Robi
Next Post Previous Post